জন্ম ১৯৫৮ সালের ২রা ডিসেম্বর। অধুনা দক্ষিণ ২৪ পরগণা জেলার কুল্পী থানার অন্তর্গত চুনফুলি গ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কৃতী ছাত্র, পি. এইচ.ডি. করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। বিচিত্র কর্মোদ্যোগের পাশাপাশি মানবজীবন ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের পর্যবেক্ষণ তাঁর আগ্রহের বিষয়। ভ্রমণপিপাসু এই কবি নানা বিষয়ের বই পড়েন এবং রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি শুনতে ভালোবাসেন। চার দশকের নিভৃত কাব্যচর্চার নির্যাস তাঁর এই প্রথম কবিতার বই ‘খুশির উপত্যকা’।