জন্ম ইছামতীর ধারের জনপদ বসিরহাটে। সেখানকার উদ্বাস্তু আবাস মহামায়া কলোনির শিকড় ছিড়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় চলে আসা বারাসাতে। প্রথম কৈশোরে বয়ে যেতে-যেতে বয়া খুঁজে পাওয়া স্কটিশচার্চ কলেজ-এ সেঁদিয়ে গিয়ে। সেখান থেকে যথারীতি কোনোক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয়-এ। এখান থেকেই এম.এ. ও পি.এইচ.ডি। মাঝখানে পাশ করে নেওয়া নেট পরীক্ষা। পেশা : কলেজে পড়ানো। পছন্দ : আহার, আড্ডা ও নিদ্রা। অপছন্দ : হিংসা, ষড়যন্ত্র, অমানবিকতা।।
স্বপ্ন : ‘আজ নয়। কালও নয়। / একদিন হবে।”