BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
সাহিত্য আর বিশ্লেষণ, বাঙ্গালীর অবলম্বন

লেখক পরিচিতি

ANANDAMOHAN MONDAL

আনন্দমোহন মণ্ডল

জন্ম ১৯৪৯, কালিদাসপুর, কুষ্টিয়া (অধুনা বাংলাদেশ), আবাল্য প্রকৃতির কোল থেকে উঠে আসা একজন সরল সাধাসিধে মানুষ। সুযোগ পেলেই ঘুরে বেড়ান গ্রাম-গ্রামান্তরের পথে প্রান্তরে। তিনি যেন কথা বলেন তাদের সঙ্গে। এই কথার ফলশ্রুতিতে লিখিত হয়েছে পাতার পর পাতা। সেই সবগুলি স্থান পেয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। তাঁর প্রকাশিত ছোটোগল্প সংকলন ‘গুরু শিষ্য সংবাদ’, ‘সুধীরার সুখ দুঃখ ও বাঁক’। কবিতা সংকলন—‘তবু সময় নিরুত্তর’, ‘খুঁজে ফেরা শব্দে শব্দে’, ‘সিক্ত হোমের স্নিগ্ধ আলাপ’, ‘আমার মাথা নত করে’, ‘কৃত্তি বসন যার’, ‘দৃশ্য থেকে দৃশ্যান্তরে’, ‘এ আমার নিজেকেই দেখা’। উপন্যাস – ‘পারীন্দ্র পুরুষ’। সম্পাদিত - নদীয়ার সমকালীন কবি কবিতা’, ‘সমকালীন বাংলা কবিতা সংকলন’, ‘নদীয়ার সমকালীন ছোটগল্প সংকলন’। এছাড়াও দুটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। পুরস্কার ও সম্মান : জাতীয় শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার, নাগরিক সম্বর্ধনা ও অন্যান্য।

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥