জন্ম ১মার্চ ১৯৮৬, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত সুন্দরবনের এক প্রত্যন্ত অঞ্চল পাথরপ্রতিমার এল-প্লটে। আজও আলোহীনতায় ডোবা নিঃস্তব্ধ সেই গ্রামেই পাঠশালার প্রথম পাঠ নেওয়া। পরবতীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষন মন্দির থেকে বি.এড়. ও এম.এড. ডিগ্রি অর্জন। W.B.C.S.C. থেকে SET ও U.G.C. থেকে দুইবার NETT পাশ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. উপাধি লাভ। গবেষণারত অবস্থায় মহিলা মহাবিদ্যালয় ও আর্য মহিলা পি.জি. কলেজে অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্তি। বর্তমানে রায়দিঘী সবুজ বি.এড. কলেজে অধ্যাপনা কর্মে রত। আর্থিকও পরিবেশগত চরম প্রতিকুলতার মধ্যেও অনমনীয় দৃঢ়তা, প্রবল জেদ ও আত্মবিশ্বাস এবং ঈশ্বর ও গুরুজনের আশীর্বাদে অবিরাম পথচলা। বিভিন্ন পত্র-পত্রিকায় অত ২০ খানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পড়াশুনার বাইরে কবিতা, গান, নাটক, সিনেমা ও ভ্রমণ পছন্দের বিষয়।