BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
সাহিত্য আর বিশ্লেষণ, বাঙ্গালীর অবলম্বন

লেখক পরিচিতি

BIBHABASU DUTTA

বিভাবসু দত্ত

ড. বিভাবসু দত্ত (জন্মসাল ১৯৫৮ খ্রি.)।  ভাষাবিজ্ঞান ও শৈলীশাস্ত্র সম্পর্কে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির অধিকারী গবেষক ও প্রাবন্ধিক।  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে কুত্রির সঙ্গে এম.এ. ডিগ্রি অর্জনের পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইউ.জি.সি. টিচার ফেলো হিসেবে ‘বিদ্যাসাগর : ভাষা ও প্রচনাশৈলী’ এই বিষয়ে গবেষণা করে পি.এইচ.ডি. উপাধি প্রাপ্ত হন।  তার ইতিপুর্বে প্রকাশিত গবেষণামূলক গ্রন্থ ‘চলিত উপাদান : বিদ্যাসাগরের গদ্যে (১৯৯৮)’ বিশেষজ্ঞ মহলে প্রশংসা অর্জন করেছে।  বেনারস হিন্দু ইউনিভার্সিটি জার্নাল ও অনুরূপ গবেষণাধর্মী পত্রিকায় প্রকাশিত হয়েছে তার শ্রমনিষ্ঠ ও অন্তর্দৃষ্টিসম্পন্ন প্রবন্ধ।  আনন্দবাজার, সমতট, ধনধান্য প্রভৃতি দৈনিক এ সাময়িক পত্রে তাঁর রচনা-প্রকাশ ছিল নিয়মিত ঘটনা।  রবীন্দ্রনাথ সম্পর্কিত বেশ কিছু প্রবন্ধ ও আলোচনা তাঁর অন্বীক্ষু মনস্বিতার পরিচয়বাহী। মালদহ কলেজে কিছুকাল অধ্যাপনার পর বর্তমানে বনগ্রামের দীনবন্ধু মহাবিদ্যালয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠদানের সঙ্গে সংযুক্ত।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
[email protected]

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥