জন্ম ১লা জানুয়ারী ১৯৭৬। শিবমন্দির সিংহ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক, বাণীমন্দির রেলওয়ে বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক, শিলিগুড়ি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতক। এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর হয়ে, শিলিগুড়ি বি.এড. কলেজ থেকে বি.এড.। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলা মনসামঙ্গল কাব্যে নারীর অবস্থান’ নামক অভিসন্দর্ভের জন্য পি.এইচ.ভি. উপাধি প্রাপ্তি। শিলিগুড়ি কমার্স কলেজের আংশিক সময়ের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু। ২০০৫ সালের ৭ই মে থেকে কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক। একাধিক গবেষণা পত্র-পত্রিকায় অজস্র প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ নিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা সপ্তম।