চিরশ্রী বিশী (চক্রবর্তী) প্রয়াত প্রমথনাথ বিশীর একমাত্র কন্যা। লেখাপড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বি.এ. (বাংলা অনার্স)। ১৯৬১, এম.এ. ১৯৬৩, অধ্যাপিকা : লেডি ব্রেবোর্ণ কলেজ ১৯৬৪, রামতনু লাহিড়ী রিসার্চ ফেলো (১৯৬৪-৬৭), পি.এইচ.ডি. (ডঃ সুকুমার সেনের তত্বাবধানে) ১৯৭০, ডি.লিট. ১৯৮৫, অধ্যাপিকা লেডি শ্রীরাম কলেজ ১৯৬৭-২০০৪, নিউ দিলী। “প্রতীচী” নামক প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকার মুখ্য সম্পাদক – ২০০৪ থেকে অধুনাতম।
মুদ্রিত গ্রন্থাবলী: ১। কাব্য প্রতিধ্বনি, ২। প্রতিভাস, ৩। তিজোরী, ৪। অন্যভূবন, ৫। একাঙ্ক চিরশী (নাটকগুচ্ছ), ৬। নিজের জন্য বাঁচা। ৭। অনিচ্ছুক ভ্রমণকারীর ডায়েরী ১ম খন্ড, ৮। অনিচ্ছুক ভ্রমণকারীর ডায়েরী ২য় খন্ড (যন্ত্রস্থ), ৯। অনিচ্ছুক ভ্রমণকারীর ডায়েরী (কফি টেবল বুক), ১০। রবীন্দ্র গদ্যভাষার বিবর্তন। ঢাকা, বাংলাদেশ থেকে ১। আমার বাবা কিছু স্মৃতি কিছু বিস্মৃতি। ২। হারার পাখী।
৩। শেষ নাহি যে। ৪। আমার একটি কথা।