জন্ম ত্রিপুরার শান্ত জনপদ ধর্মনগরে, ১৬ জানুয়ারী ১৯৫৩ ৷ বেড়ে ওঠা বহুবর্ণ জনতার মধ্যে। মূলত অনুভবী কবি। ক্রমশ ছোটগল্পে বিস্তৃত তার সৃজনীভাবনা। সত্তর দশকের মাঝামাঝি ধর্মনগরের সাহিত্যদামালদের সঙ্গে নিয়ে সম্পাদনা করেছেন ‘এখন বাল্মীকি’ নামে তেজি ছোটপত্রিকা। পরবর্তী পর্যয়ে যুক্ত হয়েছেন উত্তরপূর্বের অগ্রণী সাহিত্য পত্রিকা ‘শতক্রতু’র সঙ্গে। দীপক চক্রবর্তী-র কাছে কবিতা ধমনীর রক্তপ্রবাহের মতো অনিবার্য।