জন্ম ৬ মার্চ, ১৯৭৬, বাঁকুড়ার এক শিক্ষক পরিবারে। বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে “মনোজ বসুর ঔপন্যাসিক অভিনবত্ব” বিষয়ে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। বর্তমানে লেখক বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে বাংলা বিভাগে অধ্যাপনারত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলর। দূরশিক্ষাকেন্দ্র বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতীর সঙ্গেও তিনি অধ্যাপনাসূত্রে জড়িত। ড. ঘোষাল প্রাবন্ধিক। বিভিন্ন পত্র-পত্রিকায়, গ্রন্থে বাংলা সাহিত্যের নানান বিষয়সহ তার গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিষয় নির্বাচনে লেখক পাঠক মহলে নিজস্ব স্থান করে নিয়েছেন।