তরুণ গবেষক। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে বাসস্থান । গবেষণার প্রতি অবাল্য আকর্ষণ। ধর্মীয় পরিমন্ডলের মধ্যে মানুষ হওয়ায় বাল্যকালেই বৈষ্ণব দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। যা পরবর্তী কালে নানা গবেষণা মূলক প্রবন্ধাবলীতে প্রতিফলিত হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হিমালয়ান স্টাডিসের একজন গবেষক। পি.এইচ.ডি গবেষণার পাশাপাশি তরুণ এই গবেষক তক্রান্ত ভাবে বাংলার লোকায়ত জীবন, সমাজ প্রভৃতি নানা বিষয়ক গবেষণাতেও নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর রচিত প্রবন্ধাবলীর প্রতিটিই সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয়। বাংলা বাঙালী ও শ্রী জগন্নাথ (প্রথম পর্ব) গ্রস্থটি তীর জগন্নাথদেবের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও বাংলার লোকজীবন, সাহিত্য, ইতিহাস, সমাজ নিয়ে বিরামহীন গবেষণার ফসল।