এই সময়ের বাংলা সাহিত্যের একজন প্রধান কবি কৃষ্ণা বসু। তাঁর কবিতার সংবেদশীলতা, গ্রহণযোগ্যতা, সপ্রতিভতা ও গভীরতা লক্ষ্য করবার ও উল্লেখ করার মতো বিষয়। তাঁর শব্দ-সচেতনতা, ছন্দ-দক্ষতা, নির্মাণ-নিপুনতা তাকে স্বাতন্ত্র দিয়েছে। এই কবি মানবিক, জীবন সচেতন এবং নারী-দরদীও বটে। এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের প্রতি যত ভুল ব্যবহার, উক্ত বিষয়ে প্রখর ও প্রতিবাদী তার কলম। এই কবি খুবই জনপ্রিয় সাহিত্য-ব্যক্তিত্ব। বহু পুরস্কারে ভূষিত কবির পাঠক পাঠিকাও প্রচুর।