গত শতকের ষাটের দশক থেকে পত্র পত্রিকায় লেখালেখি। বসুমতী, আনন্দবাজার, সচিত্র ভারত, অমৃত, দেশ, স্যমীক, গণশক্তি, সময়-অসময়, তত্ত্বমসি, ঋদ্ধি, বাংলাদেশ ফোকলোর সোসাইটির মুখপত্র ‘ফোকলোর’, কলিকাতা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের মুখপত্র ‘বাংলা সাহিত্য পত্রিকা’, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের ‘লোকদর্পণ’ প্রভৃতি উল্লেখযোগ্য। গবেষণা কর্মের স্বীকৃতি পি.এইচ.ডি. ১৯৭১ এবং ডি.লিট. ১৯৮৭ সাল। কর্মজীবন - শিক্ষকতা রহড়া শ্রীরামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয়, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবং শেষে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান। সেখান থেকেই অবসর। প্রয়াত কৃষ্ণচন্দ্র খানের চতুর্থ পুত্র, অধুনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা।