জন্ম : ১৬ ডিসেম্বর, ১৯৮১। মামুদপুর, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা। পিতা – মতিয়ার রহমান, মাতা – আশুরা বিবি। পিতা-মাতার জেষ্ঠ সন্তান। গ্রামীণ প্রকৃতির কোলে বেড়ে ওঠা। গ্রাম্য। সমাজজীবনের আটপৌরে চালচলন, প্রেম, প্রকৃতি, নর-নারীর সম্পর্কের টানাপোড়েন বারবার ধরা পড়ে মনিরুল ইসলামের কবিতায়। সহজ-সাবলীল ভাষা মাধুর্যে কবিতা হয়ে ওঠে পারিপার্শ্বিক চেনা-অচেনা গল্পগুলি। উচাটন মন-পাখি – ডানা মেলে উড়ে যায় কবিতার ভূবনে। একসময় ‘আল-আমীন’ পত্রিকা সম্পাদনা করতেন।
শখ : পুরানো দিনের গান শোনা।