১৯৮১ সালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্ম। বেড়ে ওঠা প্রবাসে। সেখানেই ইংরেজি মাধ্যমে শিক্ষা শুরু। বাংলা মাধ্যমে শিক্ষা শুরু ভূটনীরঘাট প্রাইমারী স্কুল থেকে। ক্রমে শিক্ষা শেষ হয় নদীয়ার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. করার পর ওই বিশ্ববিদ্যালয়েরই অধীনস্থ ‘মিরাণ্ডা হাউস’ কলেজ ফর উইমেন এবং ‘জাকির হোসেন দিল্লী কলেজ’-এ অধ্যাপনা। একাধিক পত্রপত্রিকায় লেখালেখির সাথে যুক্ত। দুটি গন্থ প্রকাশিত হয়েছে। ১। নারী উপন্যাসের শৈলী বিচার। ২। ‘অখণ্ড বঙ্গের আদি উপন্যাস ত্রয়ী : সৃষ্টি সমীক্ষা’। বর্তমানে ইউ জি সি প্রদত্ত আরো উচ্চতর গবেষণায় (পোস্ট ডক্টরাল রিসার্চ)রত।