বাংলা সাহিত্যের অধ্যাপিকা ও প্রাবন্ধিক রূপে সুপরিচিতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ড. সিংহ অধ্যাপনা করেছেন বেথুন কলেজ ও দক্ষিনেশ্বর হীরালাল মজুমদার কলেজে। অতিথি অধ্যাপিকা রূপে দীর্ঘদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের সঙ্গেও তিনি যুক্ত। অধ্যাপিকা সিংহ বাংলাদেশ ও লন্ডনে একাধিকবার একক নাট্যশিল্পীরূপে আমন্ত্রিত হয়ে দেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ১৯৮৭তে চেকোশ্লোভাকিয়ায় অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক সেমিনারে ভারতীয় অধ্যাপক দলের একমাত্র মহিলা সদস্য হিসেবে তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর প্রিয় বিষয় রবীন্দ্রচর্চা ও নাটকাভিনয়।