জন্ম অধুনা বাংলাদেশ রাজসাহী জেলার আধাইপুর গ্রামে, ২০ই মার্চ ১৯৬০, ভারতে আগমন ১৯৬৫ পড়াশুনা এম.এ. ডবল উত্তরবঙ্গ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. এবং পি.এইচ.ডি. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ডাঙ্গারহাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আসীন। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রীশ্রীদাদার স্নেহধন্য, তারই আশীর্বাদে ও নির্দেশনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধর্মর্সাহিত্য বিষয়ে গবেষণার ফলস্বরূপ এই প্রবন্ধ গ্রন্থের প্রকাশ। জন্মসূত্রে সৎসঙ্গী, সৎসঙ্গের বিশিষ্ট কর্মী-সৎসঙ্গ ধর্মান্দোলনের সঙ্গে যুক্ত। বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক, সমাজসেবী ও সুবক্তা, তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র গবেষক হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন।