প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে ১৯৯৫ সালে বাংলায় অনার্স পাস করেন। ঐ কলেজের ছাত্রীরূপেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে এম.এ. পাশ করেন ১৯৯৭ সালে। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র-উপন্যাসের উপর গবেষণা করে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। গবেষণা পরবর্তীকালে একবছর দি এশিয়াটিক সোসাইটি থেকে রবীন্দ্র সাহিত্য গবেষণার কাজ করেন। ২০০৬ সাল থেকে গবেষণার পাশাপাশি, কলকাতার বিদ্যাসাগর কলেজের প্রাতঃকালীন বিভাগে তিনি অধ্যাপনা করছেন। রবীন্দ্র-সাহিত্য ছাড়াও, বাংলা সাহিত্যের নানাবিধ বিষয়ে তাঁর বহু প্রবন্ধ ও আলোচনা বিভিন্ন পত্র-পত্রিকায় ও গ্রন্থে প্রকাশিত হয়েছে।