রবিন পাল (জন্ম ১৯৪২) চল্লিশ বছর নানা বিদ্যায়তনে অধ্যাপনার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেছেন ২০০৭-এ। বাংলা ও ইংরেজি ভাষায় বহু প্রবন্ধ রচনা করেছেন, যার কিছু অনূদিত হয়েছে স্প্যানিশ ভাষায়। ভারতবর্ষের নানা প্রদেশে এবং জার্মানীতে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। ওঁর লেখা কয়েকটি বই–কল্লোলিত ছোটগল্প, পাঠসরণিতে মতি নন্দী, উপন্যাস : প্রাচ্য ও পাশ্চাত্য, বাংলা ছোটগল্প : কৃতি ও রীতি, যুগলবন্দী : স্পেনীয় ও ভারতীয় সাহিত্য, স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ।।