জন্ম কলকাতায়। স্কুলজীবন কেটেছে সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি বিদ্যালয়ে। যোগমায়া দেবী কলেজ থেকে বাংলা (সাম্মানিক) নিয়ে উত্তীর্ণ হন। এম.এ. এবং এম.ফিল. করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ‘রবীন্দ্রসাহিত্যে ব্রাহ্মণ্যবাদ’ শীর্ষক গবেষণার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ। অধ্যাপনা জীবনের সূচনা দার্জিলিং সরকারি কলেজে। বর্তমানে সুশীল কর কলেজে কর্মরত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ অনুমোদিত এম. আর. পি.-র অধীনে তার সাম্প্রতিক গবেষণার বিষয় ‘রবীন্দ্রভাবনায় এশীয় ঐক্য : উত্তর ঔপনিবেশিক পর্যালোচনা’। এছাড়াও দীর্ঘদিন ধরে নানা পত্রিকা গ্রন্থে তার লেখা গবেষণাধর্মী প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়।