একজন বিশিষ্ট অধ্যাপিকা ও প্রাবন্ধিক। জন্ম ১লা ডিসেম্বর ১৯৬৪ দক্ষিণ কোলকাতার ভবানীপুরে। সাখাওয়াৎ মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে ১৯৮০ ও ১৯৮২তে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হওয়া। স্কুল ম্যাগাজিনে কবিতা ও ছোটগল্প রচনার হাতেখড়ি। স্কুলের পত্রিকায় প্রথম সম্পাদনার দায়িত্ব। প্রেসিডেন্সী কলেজ থেকে বাংলা অনার্স পরীক্ষায় ১৯৮৬ তে প্রথম স্থান অধিকার এবং কোলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাম্মানিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন। প্রেসিডেন্সী কলেজ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারকনাথ পালিত ও বাণী বসু মেমোরিয়াল পুরস্কার প্রাপ্তি। ১৯৮৮ তে বিশ্বভারতী বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ। ইউ.জি.সি. নেট ফেলোশিপ নিয়ে বিশ্বভারতী বাংলা বিভাগে ১৯৯৬ সালে ডক্টরেট ডিগ্রীতে সম্মানিত। লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র থেকে গবেষণাকর্মের জন্য সাধনা ভট্টাচার্য স্মৃতি গবেষক সম্মান প্রাপ্তি। ১৯৯৫ সাল থেকে অধ্যাপিকা চক্রবর্তী কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিরত। অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন গবেষণাধর্মী রচনা, বিশেষ করে কথাসাহিত্যের নানান সমালোচনায় অধ্যাপিকা চক্রবর্তী সর্বজন বিদিত। তাঁর বিশিষ্ট গ্রন্থ – ‘আধুনিক বাংলা ছোটগল্প-মূল্যবোধের সংকট’।