জন্ম ৯ জুলাই, ১৯৭৭ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কলেজে বেশ কিছুদিন পড়িয়েছেন অতিথি অধ্যাপক হিসেবে : এই অভিজ্ঞতায় তার মনে হয়েছে ‘অতিথি’ গৃহস্থের কাছে দেবতুল্য হলেও কলেজ কর্তৃপক্ষের কাছে আসলে তৃতীয় শ্রেনীভুক্ত জীব। তাই কলেজ ছেড়েছেন স্বনিয়োজিত শিক্ষকতাকে পেশা করে। অহর্নিশ পত্রিকার প্রধান সম্পাদক এই লেখক স্বপ্ন দেখেন প্রবন্ধ লিখিয়েরাও একদিন ‘সেলিব্রিটি’ হবেন।