জন্ম বারাণসীতে। বর্তমানে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ে তিনি বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা। এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক (১৯৮৮), স্নাতকোত্তর (১৯৯০) এবং পি.এইচ.ডি. (১৯৯৮) উপাধি লাভ করেছেন কৃতিত্বের সঙ্গে। তিনি চার বারই প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং তাঁর গবেষণা নিবন্ধের একজন পরীক্ষক, প্রতিথযশা এক অধ্যাপক, গবেষণা পত্রটিকে "Classical ThesisClassical Thesis" –এর আখ্যা দেন।
‘রবীন্দ্রনাথের সন্তসাহিত্য চর্চা’ - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি গবেষণামূলক প্রবন্ধাদি লিখে থাকেন।