জন্ম ১ই মে, ১৯৫৪ খ্রীঃ। ঢাকা জেলার নবাবগঞ্জে। ।শিক্ষারম্ভ হলিক্রশ হাইস্কুলে। ১৯৬৫ খ্রীঃ ভারতের নাগরিকত্ব নিয়ে কলকালা আসা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং সি.এম.সি.-তে কম্পিউটার শিক্ষা। মেধাবী ছাত্র, প্রকৃত শিক্ষা - মানুষের থেকে। লেখা শুরু ছাত্রজীবন থেকেই। নেশা দেশভ্রমণ। ১৯৭৭-এ কেন্দ্রীয় সরকারী চাকুরী প্রহণ। ১৯৮০-তে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে যোগদান। প্রথম প্রকাশিত কবিতা ‘সঞ্চয়ন’-এর মাধ্যমেই পাঠকের সাথে পরিচয়। বর্তমান উপন্যাস ‘অভিসারিণী’ লেখকের একনিষ্ঠ সমাজ নিরীক্ষণের ফসল।