সুব্রত কর্মকার ১৯৮০ খ্রিস্টাব্দের ২ মার্চ মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার অন্তর্গত দয়ারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সহদেব কর্মকার ও মাতা শেফালী কর্মকার। সাহিত্য অনুরাগী পিতামাতার প্রদর্শিত পথে তার জীবনের পথ চলা শুরু হয়। গ্রামীণ শিক্ষা সমাপ্ত করে নদীয়ার করিমপুর পান্নাদেবী কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বীরভূম। ‘শীতল গ্রাম হাইস্কুল’-এ বাংলা সহশিক্ষক পদে যোগ দেন। জুন ২০০৮ সালে নেট পরীক্ষায় সফল হন। পুনরায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর স্কেলে বর্ধমান ‘ভুড়ি দ্বিজপদ জ্ঞানময়ী’ হাইস্কুলে যোগদান করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও এখানেই তার জ্ঞানচর্চা থেমে। থাকেনি। প্রাণের টানেই লেখালেখিকে নেশা হিসেবে বেছে নেন। ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অনেক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিদ্বজ্জনের সম্পাদিত গ্রন্থে তার লেখা সসম্মানে স্থান পেয়েছে। “মনোজ বসুর ছোটোগল্প : প্রসঙ্গ ও বিশ্লেষণ” গ্রন্থটি তার নিরলস জ্ঞানচর্চার ফসল।