শ্ৰী বন্দ্যোপাধ্যায় সাহিত্যের আঙিনায় একেবারে নতুন মুখ। তাঁর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলায়, হাওড়ার শিবপুরে বড় হয়ে ওঠা। কলকাতা এবং আই.আই.টি. ঘড়গপুর ও তৎকালীন পশ্চিম জার্মানিতে উচ্চশিক্ষা প্রাপ্ত হয়ে তিনি আই.আই.টি.তেই অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। বিজ্ঞান ও টকনোলজির ছাত্র, কিন্তু স্কুল জীবনেই প্রবল সাহিত্য অনুরাগ থেকে বই-ই ছিল তাঁর প্রথম পছন্দের বিষয়বস্তু। যে কোন বিষয়ে পড়াশোনা এবং লেখা তার নেশায় পরিণত হয়। কর্মজীবনে তিনি আই আই টি ক্যাম্পাসে এবং মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের রামকৃষ্ণ-বিবেকানন্দ পরিমণ্ডলে ঋদ্ধ হতে থাকেন। রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য-চর্চাই তাঁর অবসর জীবনের মূল জীবনধারা।