ড. সূনৃত মল্লিক (জন্ম ১৯৫৭)
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ক্ষিতীন্দ্রনাথের কন্যা বানী চট্টোপাধ্যায় (ঠাকুর)-এর দৌহিত্র। বিশ্বভারতী, চিকাগো ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ড. মল্লিক তুলনামূলক ধর্মতত্ত্ব ও ব্রাহ্মসমাজ বিষয়ে পড়াশুনো ও গবেষণা করে নানা উপাধী লাভ করেন। Rupa, Statesman, Sahitya Akademi থেকে তার গল্প, প্রবন্ধ প্রভৃতি প্রকাশিত হয়েছে। তিনি মার্কিনযুক্তরাষ্ট্রের সংস্কৃতি বিশেষজ্ঞ হিসেবে সম্প্রতি কলকাতা কনস্যুলেট থেকে অবসর নিয়েছেন।