কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ও পি.এইচ. ডি. সম্মান লাভ করেছেন। বি.এড. করেছেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুড় মঠ থেকে। বাংলা এবং বাংলার বাইরের পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সঙ্গে সংযুক্ত। কাজ করেছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক হিসাবে। ‘বিবেকসঞ্চার’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য। ‘পাটুলি ইন্সটিটিউট ফর সোশ্যাল চেঞ্জ’ নামক মানবকল্যাণমুখী সংস্থার মুখ্যপদ অলঙ্কৃত করে আছেন। তিনি লিখেছেন কালপুরুষ (কাব্যগ্রন্থ), পুনশ্চ : ভাবনার আলোকে, প্রসঙ্গ : শ্রীকৃষ্ণকীর্তন, এছাড়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার বাংলা বিভাগে বেশ কিছু মডিউল প্রণেতা। মধ্যযুগের বাংলা রোমান্টিক আখ্যানে নারী-পুরুষের সম্পর্ক নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ড. দাস মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে গবেষণাধর্মী কাজ করে চলেছেন।