আজগুবি নয় আবোল তাবোল
- সুস্মিতা পাল
আবোল তাবোল বাংলা সাহিত্যের এক বিন্ময়।বিশ্বসাহিত্যেও এমন মহার্ঘয সৃষ্টি হাতে গোনা বললেই চলে। অমাদের চেনা ছকের খুঁত ও ক্ষত, বিভ্রম ও বৈকল্য সহজেই চিহিত করা যায় আবোল তাবোলের আয়নায়। দুই 'মলাটের মধ্যে বন্দী করা হল এই অবিস্মরণীয় নানামাত্রিক পরিসর।
জন্ম ১৯৯৫ সালে। হুগলী জেলার কোন্ননগরে বসবাস। কোন্নগর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় থেকে স্কুল শিক্ষা। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে শ্রীরামপুর কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ন্নাতকোত্তর। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি লাভ। এটি লেখিকার প্রথম গ্রন্থ।