অভিসারিণী
- সুভাষ সাহা
আমাদের দেশে মায়ের বড় অভাব। তাই তাকে বিদেশ থেকে ধার করতে হবে। বলেছিলেন - স্বামী বিবেকানন্দ। মা, বিশ্ব-সংসারে এই শব্দটির কোন বিকল্প নেই। আর মা এবং মেয়ের সম্পর্ক শুধু অনুভূতি দিয়ে উপলব্ধি যায় —ভাষায় প্রকাশ করা অসম্ভব। সে সম্পর্ক যেমন একটি পরিবারকে সঠিক পথে পরিচালিত করে, তেমনি ভবিষ্যতের মা গড়ে তোলে। “অভিসারিণী” উপন্যাস সমাজকে গভীরভাবে নিরীক্ষণ করে সেই সম্পর্ককে তুলে ধরেছে পাঠকের দরবারে।
জন্ম ১ই মে, ১৯৫৪ খ্রীঃ। ঢাকা জেলার নবাবগঞ্জে। ।শিক্ষারম্ভ হলিক্রশ হাইস্কুলে। ১৯৬৫ খ্রীঃ ভারতের নাগরিকত্ব নিয়ে কলকালা আসা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং সি.এম.সি.-তে কম্পিউটার শিক্ষা। মেধাবী ছাত্র, প্রকৃত শিক্ষা - মানুষের থেকে। লেখা শুরু ছাত্রজীবন থেকেই। নেশা দেশভ্রমণ। ১৯৭৭-এ কেন্দ্রীয় সরকারী চাকুরী প্রহণ। ১৯৮০-তে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে যোগদান। প্রথম প্রকাশিত কবিতা ‘সঞ্চয়ন’-এর মাধ্যমেই পাঠকের সাথে পরিচয়। বর্তমান উপন্যাস ‘অভিসারিণী’ লেখকের একনিষ্ঠ সমাজ নিরীক্ষণের ফসল।