বৈষ্ণব পদাবলীর ভাষাশৈলী
- মঞ্জুলা বেরা
গ্রন্থটিতে বিদ্যাপতি-চণ্ডীদাস-জ্ঞানদাস-গোবিন্দদাস-বলরামদাস-রায়শেখর — এই ছ’জন বৈষ্ণব কবির রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক পদের ভাষাশৈলী নিরূপণ করা হয়েছে আধুনিক সাহিত্য-সমালোচনা। পদ্ধতি শৈলীবিজ্ঞান (Stylistics) -এর নির্দিষ্ট নিয়ম ধারার মাধ্যমে। বৈষ্ণব পদাবলীতে বিষয়ের বৈচিত্র্য নেই ; একই বিষয় রাধাকৃষ্ণের প্রেম-পূর্বরাগ অনুরাগ-অভিসার-মিলন-বিরহ-ভাবসন্মিলন পর্যায়ের মধ্যে থেকে প্রত্যেক বৈষ্ণব কবি পদ রচনা করেছেন অথচ প্রত্যেক কবির রচনাশৈলীর পার্থক্য চাক্ষুষ হয়। শব্দ চয়ন ও নির্মাণ, শব্দ ব্যবহার-কৌশল, ব্যাকরণগত বৈশিষ্ট্য, উপমা অলঙ্কারাদি প্রয়োগ, চিত্রকল্প ও ব্যঞ্জনা সৃষ্টি, বাক্যের গঠন ও প্রকৃতি, ছন্দোগত বৈচিত্র্য ইত্যাদি দিক থেকে পার্থক্য ধরা পড়ে। এই দিকগুলি শৈলীবিজ্ঞানের বিষয়। তাই গ্রন্থটিতে প্রথমেই শৈলীবিজ্ঞানের স্বরূপ পরিচয় তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে মধ্যযুগের বাংলা সাহিত্যের সামগ্রিক ভাষাশৈলীরও পরিচয় পাওয়া যাবে। শৈলীবিজ্ঞানের দৃষ্টিতে বৈষ্ণব কবিদের পদাবলীর ভাষাশৈলী যেভাবে নিরূপিত হয়েছে তা থেকে বিদ্যাপতি-চণ্ডীদাস প্রমুখের সন্দিগ্ধপদ সম্পর্কে পাঠকের অনেক জিজ্ঞাসার নিরসন হবে।
জন্ম : ১৯৬০। আদি নিবাস হাওড়া জেলার শ্যামপুর থানির প্রত্যন্ত গ্রাম বাখলপুর। শিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পি.এইচ.ডি. ডিগ্রী প্রাপ্তি। গবেষণা ক্ষেত্র : প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আলোচনার সঙ্গে পাণ্ডুলিপি চর্চায় বিশেষ আগ্রহ; আবার আধুনিক কথাসাহিত্যে গভীর মনোযোগ। রবীন্দ্র সাহিত্য ও দর্শন চর্চায় যেমন সিদ্ধহস্ত, তেমনি নারীর নিজস্ব ব্যক্তিসত্তার প্রতিষ্ঠা ও অগ্রগতির ইতিহাস জানতে সদা জাগ্রত। অধ্যাপনা : কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, বাগডোগরা এবং বর্তমানে বাংলা বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।