বাঙালির সাহিত্য – শিল্প – সংস্কৃতি : সংকট ও উত্তরণ
- মধু মিত্র, বাসব ঘোষ
একুশ শতকীয় বঙ্গ দর্পণে বেঙ্গল-বাঙালির নিরঙ্কুশ সহাবস্থান। বিশ্বায়নের অনিবার্যতায় বাঙালি অস্মিতার রক্তাক্ত হওয়া অতএব অনিবার্য। বাঙালির শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সেই আর্দ্র উচ্চারণ অনুসন্ধানের প্রয়াসেই এই গ্রন্থটির পরিকল্পনা। একদিকে সংকট, অন্যদিকে সম্ভাবনার উদ্দীপনাকে খুঁজতে চেয়েছেন বিভিন্ন প্রাবন্ধিক।