বাংলা ছোটগল্প বিষয় ও নির্মাণ
- মহাদেব মণ্ডল, গোবিন্দ্র বর্মন
গল্প বলা আর গল্প শোনার ধারা সভ্যতার সুচনা লগ্ন থেকেই প্রবাহিত। কেবল কালজোতে গল্প তার গতিমুখ পরিবর্তন করেছে। এসেছে তত্তভাবনা ও বিষয় বৈচিত্র্য ।গ্রস্থটিতে রয়েছে ছোটগন্পের সুচনা লগ্ন থেকে সাম্প্রতিকতম গল্পলেখকদের গল্লালোচনা। বিষয় হিসেবে স্থান পেয়েছে পুরাণ প্রসঙ্গ, 'বিভিন্ন তত্ব দেশভাগ, নকশাল সংকট, পেশা সংকট, নারীবাদী দৃষ্টিভঙ্গি, লোকায়ত প্রসঙ্গ প্রভৃতি।
মহাদেব মণ্ডল
জন্ম ৪ মে, ১৯৯২, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চুড়াভাণ্ডার গ্রামে। পিতা মঙ্গল মণ্ডল, মাতা ভাগ্য মগুল। গ্রামের বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ২০১৪ সালে ময়নাগুড়ি কলেজ থেকে বাংলা অনার্সে স্নাতক হন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. করেছেন। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। আগ্রহের বিষয় কথাসাহিত্য ও লোকসংস্কৃতি। প্রবন্ধ রচনার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত।
গোবিন্দ্র বর্মন
জন্ম ১৭ জুলাই , ১৯৯৩ কোচবিহার খলিসামারি অঞ্চলের সোনারচালুন গ্রামে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. করেছেন। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। বাংলা, রাজবংশী ভাষায় প্রবন্ধ লেখেন। পুথি পাঠ, কথাসাহিত্য, লোকসংস্কৃতি প্রভৃতি বিষয়ে তার আগ্রহ লক্ষ করা যায়। বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন।