বাংলা ছোটগল্পের পর্বান্তর
- মোহাম্মদ আব্দুল আলিম
বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসে বিশ শতকের সত্তরের দশক একটি পালা বদলের দশক হিসাবে চিহ্নিত হয়ে গিয়েছে। বলা ভাল, এই পালাবদল শুধু কিছু ঘটনার ঘাত-প্রতিঘাত ছিল না। এই পালাবদল বাঙালির মনন, চিন্তন তথা অস্তিত্ত্বের গভীরেও বড়সড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল। আর সাহিত্য যেহেতু সময় ও সমাজ থেকে রস ও রসদ সংগ্রহ করে পুষ্ট হয়, তাই, এই পালাবদলের শরিক হয়ে বাংলা ছোট গল্পের বিষয়বস্তু ও প্রকরণেও সেদিন পরিবর্তন ঘটেছিল। বিশ শতকের শেষ তিন দশকে বাংলা ছোটগল্পের বিষয়বস্তু ও প্রকরণের ভিতর কিভাবে পর্বান্তরের নানান বর্ণছটা অম্বিত হয়েছিল সেদিন আলোচ্য গ্রন্থে তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়েছে।
সমসাময়িক বাংলা কথাসাহিত্যের নানান গতি-প্রকৃতি সম্পর্কে বিশেষ আগ্রহী প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল আলিম (জন্ম: নভেম্বর, ১৯৮১, মালদা, পশ্চিমবঙ্গ) কলকাতার মৌলানা আজাদ কলেজ থেকে বাংলায় স্নাতক, আসাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. এবং সেই বিশ্ববিদ্যালয় থেকেই বিশিষ্ট প্রাবন্ধিক ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে গবেষণা করে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। বর্তমানে প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে অতিথি অধ্যাপনার সঙ্গে যুক্ত। সেইসঙ্গে ভাইরেক্টরেট অফ ওপেন এ্যান্ড ডিসট্যান্স লার্নিং (কল্যাণী বিশ্ববিদ্যালয়) ও ভাইরেক্টরেট অফ ডিসট্যান্স এডুকেশন (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)-এর প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ সেন্টার-এ.এম.এ. বিভাগে বাংলার শিক্ষক হিসাবে কর্মরত।