বাংলা কবিতা সময়ের অন্তর্দাহ
- চিত্রা সরকার
সময়ের অন্তর্দাহ রেখায়িত আধুনিক বাংলা কবিতার পরতে পরতে। তারই একটি দশক মূর্ত এই বইতে। স্বাধীনতা-পূর্ব কালের বাংলার মানুষের অসহায়তা, অভাব-অনটন, লাঞ্ছনা-বঞ্ছনা এবং অবক্ষয়িত মূল্যবোধ ভাষা পেয়েছে এমন পনেরোটি প্রতিনিধিস্থানীয় কবি বেছে নেওয়া হয়েছে এখানে। সমসাময়িক লেখকদের প্রত্যক্ষ অভিজ্ঞার নির্যাস যেমন তাতে পাওয়া যায় তেমনি কবিতায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কিছু করতে না পারার গ্লানিও ফুটে উঠেছে ছত্রেছত্রে।
জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লক-২, ধুবুলিয়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে দারিদ্র্য-চিন্তা – ১৯৩৭–৪৭’ বিষয়ে পি.এইচ.ডি. পেশা শিক্ষকতা। আধুনিক বাংলা সাহিত্যের যে কোনো শাখায় লেখালেখিতে স্বচ্ছন্দ। লেখাপত্র ছড়িয়ে আছে কয়েকটি বই, বিভিন্ন সম্পাদিত বই ও পত্র-পত্রিকাতে। ভালোলাগার বিষয় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা। দীর্ঘদিন ধরে কলকাতা দূরদর্শনের ‘সাহিত্য সংস্কৃতি’ ও ‘ঘরেবাইরে’ অনুষ্ঠানের সঞ্চালক। এটি চতুর্থ প্রকাশিত গ্রন্থ। প্রকাশিত অন্যান্য বই : বাংলা কবিতা : সময়ের অন্তর্দাহ : সামাজিক সংকট আত্মিক সংকট : প্রেক্ষিত বাংলা কথাসাহিত্য; বাংলা। নাটকে ক্ষুধায়ন : মন্বন্তর থেকে দেশভাগ।