বাংলা কথাসাহিত্যের বিস্মৃত অধ্যায় : জীবন-অন্বেষী সাবিত্রী রায়
- কৃষ্ণা ঝুল্কী
বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া এক সাহিত্যিকের নাম ‘সাবিত্রী রায়’ (১৯১৮-১৯৮৫)। সাম্যবাদে বিশ্বাসী এই লেখিকা বিশ শতকের তিরিশ-চল্লিশের দশকে মানুষের নানা জীবন-সংগ্রামের সাক্ষী হয়েছিলেন, সাক্ষী হয়েছিলেন সেই সময়ের নানা রাজনৈতিক উথাল-পাথালের। জীবনের তটে আছড়ে পড়া মানুষগুলোর অন্তর এবং বাইরের সংগ্রামই হয়ে উঠেছিল তাঁর লেখার বিষয়বস্তু যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও ছোটগল্পগুলি হল – উপন্যাস : ‘স্বরলিপি’, ‘মালশ্রী’,‘পাকাধানের গান’, ‘মেঘলা-পদ্মা’, ‘ব-দ্বীপ’ এবং ছোটগল্প ‘অন্তঃসলিলা’, ‘মাটির মানুষ’ ইত্যাদি।
জন্ম : সরিষা, ডায়মন্ডহারবার, ২৪ পরগণা।
শিক্ষা : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং বি.এড. ডিগ্রি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ।
কর্মজীবন : ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে (বারুইপুর) শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ। বর্তমানে কাঁচড়াপাড়া কলেজে সহকারী অধ্যাপিকা পদে নিযুক্ত। বিভিন্ন পত্রিকায় বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে।