বাংলা লোকবক্তৃতা
- মানচিত্র পাল
গ্রন্থটি লোকসংস্কৃতির জগতে এক অভিনব ও মৌলিক সংযোজন। ইতিপূর্বে এধরনের কোন গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে সচরাচর চোখে পড়ে না। গ্রস্থটিতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ, আসাম ও ক্ষেত্রসমীক্ষার মাধামে সংগৃহীত লোকবক্তৃতা। যেগুলিতে ফুটে উঠেছে আমাদেরই বিশেষত বাঙালি সমাজজীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিচিত্র ঘটনাবলী । তাই, স্বাভাবিকভাবেই গ্রন্থটির দ্বারা বাঙালি জাতি ও লোকসংস্কৃতির জগত সমৃদ্ধ হবে বলে গ্রস্থকারের দৃঢ় বিশ্বাস।