বাংলা লোকসংগীতের ব্যবহারিক গুরুত্ব চলচ্চিত্রে ও আধুনিক গানে
- কাকলি ধারা মন্ডল
বাংলা লোকসংগীতের ব্যবহারিক গুরুত্ব চলচ্চিত্রে ও আধুনিক গানে - কাকলী ধারা মণ্ডল
অধ্যাপিকা ড. কাকলী ধারা মুল কল্যাণী বিভাগীয় প্রধান ও প্রতিষ্ঠিত লোকসংস্কৃতি বিজ্ঞানী। দক্ষিণ ২৪ পরগণার কাকন্বীপের, ভূমিকন্যা। কৃতি ও মেধাবী ছাত্রী হিসাবে জাতীয় মেধাবৃত্তি লাভ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজা অনুষদের মধ্যে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন। 'আকাদেমি অফ ফোকলোর এবং “সেন্টার ফর ফোকলোর স্টাডিজ ত্যাণ্ রিসার্চ _ লোকসংস্কৃতি চর্চার দুই পুরোধা সংস্থার সভাপতি তিনি। লোকসংস্কৃতি বিষয়ক গবেষণা পত্রিকা 'এতিহ্য The Tradition, “লোকদর্পণ' - এর তিনি প্রধান সম্পাদক। লোকউৎ্স' এবং The Journal of Indian Culture" - এর অন্যতম সম্পাদক। বিভিন্ন পত্র-পত্রিকা ও গ্রন্থে তার দেড়শতাধিক প্রবন্ধ প্রকাশিত। মালেশিয়া, থাইল্যাণ্ু, ফিলিপিনস, শ্রীলঙ্কা, ইউ.এই. বাংলাদেশ, চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের আমন্ত্রিত ব্তা। সম্পাদিত গ্রন্থ ৮টি “নদীয়ার ইতিবৃত্ত, বাংলা লোকসঙ্গীত কোষ” “বাংলা লোকসংস্কৃতি চর্চার ইতিহাস", Living Heritage “তোমারই হউক জয়” “বহতা পরম্পরা” ইত্যাদি। রচিত গ্রন্থ (৬টি) শব্দবিজ্ঞান ও লোকসংগীতের তত্ত্বকথা ', বঙ্গীয় লোকসংস্কৃতি ও ধান্য প্রসঙ্গ”,Folklore Studies : Some new concepts and quest ইত্যাদি।