বাংলা নাটকে সংলাপ গিরিশচন্দ্র ও দ্বিজেন্দ্রলাল
- অনুপম বন্দ্যোপাধ্যায়
সংলাপকে বলা হয় নাটকের প্রাণ। সংলাপ ছাড়া নাটকের কল্পনাই করা যায় না। নাট্যকারের কৃতিত্বও অনেকাংশে নির্ভর করে সংলাপ সৃজনের দক্ষতার ওপর । উনবিংশ শতকের বাংলা নাটকের দুই অসামান্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ ও দ্বিজেন্দ্রলাল রায়। ইতিপূর্বে এই দুই নাট্য ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা নেহাত কম হয়নি। কিন্তু সেই আলোচনা মূলত সীমাবদ্ধ থেকেছে তাদের প্রধান প্রধান নাটকগুলির মধ্যে । এই গবেষণামুলক গ্রন্থের বিশেষত্ব হল এখানে গিরিশচন্দ্র ও সেগুলির সংলাপ রচনার বিশেষত্ব, সাফল্য অথবা সীমাবদ্ধতার নানাদিক খুঁটিনাটি ভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেদিক থেকে বিচার করলে এই গ্রন্থ কিছুটা অভিনব তো বটেই । সন্ধিৎসু পাঠক গ্রন্থটি পাঠ করে গিরিশচন্দ্র ও দ্বিজেন্দ্রলালের সৃজনকর্মের নানা নতুন দিকের সন্ধান পাবেন বলেই আমাদের বিশ্বাস।
অনুপম বন্দ্যোপাধ্যায়