বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান
- সৌরভ বন্দ্যোপাধ্যায়
কল্পনা ও বিজ্ঞানের সংমিশ্রণে তৈরী হয় কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান শুধুমাত্র বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যেরই একটি অবহেলিত শাখা। ফলস্বরূপ সাহিত্যের এই শাখাটিকে নিয়ে আলোচনা বা গবেষণা হয়েছে আরও কম। লেখক এই গ্রন্থে সাহিত্যের এই শাখাটির উপরই আলোকপাত করতে চেয়েছেন। বিশেষ করে বাংলা সাহিত্যে শাখাটির উদ্ভব ও ক্রমবিকাশের ধারাটিকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। পাঠকগণ গ্রন্থটি পাঠ করে এই সাহিত্য শাখাটি সম্পর্কে মিশ্রিতরূপে সম্যক একটি ধারণা লাভ করতে পারবে একথা বলাই বাহুল্য মাত্র।
জন্ম ১লা জানুয়ারী ১৯৭৫, ব্যারাকপুরে একটি শিক্ষাব্রতী পরিবারে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. পাশ করার পর ২০১০ সালের ৩রা সেপ্টেম্বর ‘বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান’ এই গবেষণা অভিসন্দর্ভটির জন্য ঐ বিশ্ববিদ্যালয় থেকেই পি.এইচ.ডি. উপাধি পান। বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত এই লেখক ভালোবাসেন লিখতে, পড়তে, ছবি আঁকতে।