বাংলা সাহিত্যে সুফী সাধনার প্রভাব
- তনুকা চৌধুরী
বাংলায় তুর্কী আক্রমণের মধ্য দিয়ে ইসলাম শাসনের ভীত স্থাপিত হয়। পরবর্তী কয়েক শতাব্দী জুড়ে সমগ্র বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার লাভ করে। ইসলাম শুধুমাত্র বঙ্গভূমিকে জয় করেনি, জয় করে বাংলার অগনিত মানুষের হৃদয়ভূমি। ইসলামের এই বঙ্গ জয়ের ধারক ও বাহক ছিল সূফীবাদ। সুফীসাধকগণ অখণ্ড মানবতার কথা বলেন। বাংলাদেশে তারা ছড়িয়ে দেন সাম্য, মৈত্রী, প্রীতি ও স্বধীনতার বার্তা। এই গ্রন্থে সেই সুফীবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তনুকা চৌধুরী