বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিতির রাজনীতি : তত্ত্ব ও তথ্যে
- পারমিতা চক্রবর্তী
এক কথায়, এই বই বাংলা সাহিত্যের ইতিহাস লেখা হওয়ার ইতিহাস। ইতিহাস লেখেন ঐতিহাসিক। কিন্তু যে বর্তমানে বাস করেন তিনি, তার ছাপ কি পড়ে না তার ইতিহাসে? বর্তমানের নিরিখে কীভাবে নির্মিত হয় ইতিহাস? বাংলা সাহিত্যের ইতিহাস নির্মিতির প্রেক্ষিতে এ প্রশ্নের উত্তর খুঁজেছেন লেখক। পাশাপাশি উত্থাপন করেছেন এমনই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔপনিবেশিক পরিসর থেকে উত্তর-ঔপনিবেশিক চেশভাগ পরবর্তী সময়ে এবং বিভিন্ন বিতর্কিত পরিসরে কীভাবে বদলে যাচ্ছে ইতিহাস নির্মাণের উদ্দেশ্য। পরিচিতি এবং অস্তিত্ত্বের রাজনীতির ম্যানিফেস্টো হয়ে ওঠা ইতিহাসে এর নির্মাতাদের পারস্পরিক ভাবাদর্শগত ভিন্নতাই বা কতখানি? এসব প্রশ্নের উত্তর সন্ধানের চেষ্টা এই বই। রামগতি ন্যায়রত্ন থেকে দীনেশচন্দ্র সেন; সুকুমার সেন থেকে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়; আহমদ শরীফ থেকে মহম্মদ শহীদুল্লাহ; সুখময় মুখোপাধ্যায় থেকে গোপাল হালদার বাংলা সাহিত্যের তাবৎ গুরুত্বপূর্ণ ইতিহাসকারের রচনার চুলচেরা বিশ্লেষণ এ বই।
জন্ম ত্রিপুরার রাজধানী শহর আগরতলায়। আগরতলা এম.বি.বি. কলেজের কৃতি ছাত্রী তিনি, বাংলা ভাষা ও সাহিত্যের সাম্মানিক স্নাতক। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েই তার স্নাতকোত্তর পঠন-পাঠন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরেই প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে পারমিতা স্বর্ণপদক লাভ করেন। স্নাতকোত্তর ডিগ্রি সমাপনান্তে গবেষকরূপে যোগ দেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগে এবং সেখানেই তার পি.এইচ.ডি. ডিগ্রী লাভ। দেশ-বিদেশের একাধিক পত্র-পত্রিকায় ছাপা হয়েছে তার কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত হয়েছে একটি কাব্যগ্রন্থ “গিনিপিগ’ ও গবেষণাগ্রন্থ ‘প্রেক্ষিতের ভিন্নতা : ভিন্নতার প্রেক্ষিত বাংলা সাহিত্যেতিহাস চর্চা। রান্না করতে ও উপন্যাস পড়তে ভালোবাসেন।