বাংলা উপন্যাসে আদিবাসী জীবন
- হেমলতা কেরকেটা
বিশ শতকের ত্রিশের দশকে এসে বাংলা উপন্যাসে প্রথম আদিবাসী জনগোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা যায়। দেরিতে হলেও আদিবাসী জীবনের সমস্যা বাংলা উপন্যাসে একটা বড় জায়গা করে নেয়। সতীনাথ ভাদুড়ী, পাঁচুগোপাল ভাদুড়ী, অমিয়ভূষণ মজুমদার, প্রফুল্ল রায়, সুবোধ মহশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ, ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, নলিনী বেরা, প্রমুখ ওপন্যাসিকেরা আদিবাসীদের নিয়ে উপন্যাস রচনা করেন। উল্লেখিত ওপন্যাসিকদের মধ্যে মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ, অমিয়ভূষণ মজুমদার, ভগীরথ মিশ্র এবং নলিনী বেরার নির্বাচিত কিছু উপন্যাসের কাহিনি ও চরিত্র আলোচনার মাধ্যমে আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন, ইতিহাস এবং তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরা হয়েছে এই গ্রছ্থে।
হেমলতা কেরকেটা