বাংলা উপন্যাসে নারীর ভাষা
- পিয়ালী পাল
বর্তমান বিশ্বের প্রগতিশীল সমাজে নারী-পুরুষের পৃথক ভাষা প্রসঙ্গের বিষয়টি অনেকের কাছেই কৌতুূহলোদ্দীপক মনে হতে পারে। তবে সমাজভাযাবিজ্ঞানের প্রেক্ষিতে এই অনুসন্ধান অত্যন্ত স্বাভাবিক। এই বইতে সমাজভাযাবিজ্ঞানের বিভিন্ন তথ্যের কিভাবে পুরুষের ভাষা থেকে স্বতন্ত্র হয়ে ওঠে। নারীর ভাষা বৈচিত্র্য আলোচনায় উনিশশো নব্বই পরবতী ওপন্যাসিক নবনীতা দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য, নির্বাচিত উপন্যাস থেকে নারী চরিত্রের সংলাপকে গ্রহণ করা হয়েছে। নারী ভাষার স্বরূপ সন্ধান করতে গিয়ে মোলিক পার্থক্যগুলো যেমন ভাষাতাত্তিক দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয়েছে তেমনি নারীর ভাষিক বিবর্তনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।