বাংলার লোকসঙ্গীত বিষয় থেকে বিষয়ান্তরে
- মণিকা রায় কুণ্ডু
বাংলার একটি অতুলনীয় সম্পদ লোকসঙ্গীত আজও হীরক-দ্যুতির মতো সমুজ্জ্বল। আজকের এই পপ ও ব্যান্ডের সঙ্গীতের মধ্যেও লোকসঙ্গীতের সুরমুর্চ্ছনা আপামর সঙ্গীতানুরাগীদের হৃদয়কে আন্দোলিত করে। এই ক্ষুদ্রায়তন গ্রন্থটি লেখকের অনবদ্য সৃষ্টি। গ্রন্থটিতে স্থান পেয়েছে সঙ্গীত শিক্ষার একটি সাবলীল বিশ্লেষণ ও সঙ্গীত শিক্ষার পদ্ধতি। উদাহরণসহ লোকসঙ্গীতের রূপবৈচিত্র্য এবং স্বীকৃত প্রতিষ্ঠানে লোকসঙ্গীত শিক্ষার এক গঠনমূলক প্রস্তাব। এছাড়াও গ্রন্থে রয়েছে বাংলার লোকবাদ্যের বিভিন্ন উপকরণের বর্ণনা। এটি একটি তথ্য নির্ভর গ্রন্থ। এখানে বর্ণিত হয়েছে লেখিকার সৃজনশীল মনের ভাবনা।
জম্ম দক্ষিণ ২৪ পরগন সাপারায়পুর গ্রামে, ২রা নভেম্বর, ১৯৭২। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা। সেখান থেকেই সঙ্গীতের শিক্ষা শুরু। বেঙ্গল মিউজিক কলেজ থেকে বি.এ. পাশ করেন। মিউজিকে অনার্স ও এম.এ. পাশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ করেন। বর্তমানে রবীভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতবিদ্যা বিভাগে অধ্যাপিকা পদে কর্মরত।