বাংলার লুপ্তপ্রায় লোকউৎসব
- মণিকা রায় কুণ্ডু
এই গ্রন্থে লোকউৎসবের বিভিন্ন ধারাগুলিকে বেছে নেওয়া হয়েছে। এই ধারাগুলির মধ্যে কিছু কিছু প্রায় অবলুপ্তির পথে। এই লোকউৎসবগুলির উৎস কোথা থেকে – সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হিন্দু-মুসলিম নির্বিশেষে লোকউৎসব আলোচিত হয়েছে। বিভিন্ন লোকউৎসব বিভিন্ন ধরনের ধ্যান ধারনা নিয়ে সৃষ্টি হয়েছে। এইটি অধ্যয়ন করলে লোকউৎসব সম্বধে একটি ধারনা গড়ে উঠবে।
জম্ম দক্ষিণ ২৪ পরগন সাপারায়পুর গ্রামে, ২রা নভেম্বর, ১৯৭২। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা। সেখান থেকেই সঙ্গীতের শিক্ষা শুরু। বেঙ্গল মিউজিক কলেজ থেকে বি.এ. পাশ করেন। মিউজিকে অনার্স ও এম.এ. পাশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট’ ডিগ্রি লাভ করেন। বর্তমানে রবীভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতবিদ্যা বিভাগে অধ্যাপিকা পদে কর্মরত।