বাংলা রঙ্গমঞ্চের রূপরেখা
- অশোককুমার মিশ্র
জীবননাট্যের টুকরো কথা নিয়ে মঞ্চ মেতে ওঠে। নাটকের কুশীলবেরা অভিনয়ের ভঙ্গিমায় একটা সময়কে, সমাজকে তুলে নিয়ে আসে দর্শকের আসনে। এদেশে নাটকের অভিনয়ের সেই পরম্পরা ঠিক কতটা প্রাচীন ? কালের হাত ধরে সূচনা, তারপর ব্যক্তিগত সখ কখন গন্ডী ভেঙে নেমে এল জনতার দরবারে ? এরকমই সব অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসু মনের কিনারে এসে ভিড় করে। তারই কিছু উত্তর ধরা থাকল এখানে। সূচনা থেকে নাট্য-নিয়ন্ত্রণ বিলের কালপর্বে এসে শেষ হল যাত্রাপথ। বাংলা থিয়েটারের বিবর্তনের ইতিহাসকে নতুনভাবে ভিন্ন এক আঙ্গিক থেকে ফিরে দেখা হল এখানে।