বাণী বসুর উপন্যাসে : মেয়েদের কথা
- লক্ষ্মী নাথ
বিশও একুশ শতকে সন্ধিলগ্নে আখ্যান রচনায় যাঁরা নতুন পথের সন্ধান দেন, নিজস্ব রীতি ও ভাবনায় যাঁরা আধুনিকোত্তর সাহিত্যকে জারিত করে তোলেন তাঁদেরই মধ্যে অন্যতমা বাণী বসু। নবীন প্রজন্মের আধুনিক ভাবনা ও জীবনধারার পাশাপাশি নারীকণ্ঠের বলিষ্ঠ ভাস্বর প্রকাশ তাঁর সাহিত্যে সদাদৃষ্ট। আধুনিকতার আলোকে নারীকথা প্রকাশের সাহিত্যিকের সেই প্রচেষ্টা বিষয়ে আলোচনাই আমাদের বইয়ের প্রধান উদ্দেশ্য। সাহিত্যিকের নিজস্ব পরিচিতির পাশাপাশি তাঁর বিভিন্ন সৃষ্টি সম্বন্ধে মনোজ্ঞ ও তথ্যবহুল আলোচনা কিঞ্চিৎ ভিন্ন রূপ, ভিন্ন দৃষ্টিভঙ্গিতে পরিবেশিত হয়েছে এই গ্রন্থে।
জন্ম:১ জানুয়ারি, ১৯৮৫, লাসা, হাইলাকান্দি, আসাম।
শিক্ষা : প্রাণকৃষ্ণ গার্লর্স হায়ার সেকেণ্ডারী স্কুল থেকে শুরু হয়। আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে বাংলা নিয়ে পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত। তারপর উক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. (২০০৯) ও পি.এইচ.ডি. ডিগ্রি লাভ (২০১৪)। কর্মজীবন :বর্তমানে লালা রুরেল কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ : টাঁড় বাংলার উপাখ্যান ত্রয়ী; ব্রাত্যজনের জীবন (২০১২)। প্রিয় বিষয় : নারী চেতনাবাদী বিষয়মূলক আলোচনা।