বঙ্কিমী গপ্পো
- অভয়চরণ দে
‘বঙ্কিমী গপ্পো’ নামকরণটির মধ্যেই কেমন যেন এক আড্ডার আমেজ জড়িয়ে আছে। এ গ্রন্থটিকে লেখক কোনো পান্ডিত্যপূর্ণ বঙ্কিমচর্চার বিষয় করে তুলতে চান নি। বাঙালীর মজলিশি আড্ডার কথার পিঠে কথার টানে সময় গড়িয়ে যাওয়ার ঢঙে ‘মানুষ’ বঙ্কিমচন্দ্রকে খুব কাছ থেকে দেখার এবং তাঁর বিভিন্ন মেজাজ ও মানসিকতার স্বাদ নেওয়ার এক অভিনব প্রচেষ্টাই এখানে লেখকের উদ্দেশ্য এবং তাঁর সে উদ্দেশ্য সফল। উনিশ শতকের শ্রেষ্ঠ মননশীল গদ্যকার ও কথাকোবিদ বঙ্কিমচন্দ্রের সৃষ্টি মুখর উজ্জ্বল বৈচিত্র্য পূর্ণ বর্ণময় জীবনের নানা গল্প, নানা উৎস থেকে সংগ্রহ করে তিনি পাঠকের সামনে জড়ো করে দিয়েছেন। এই মূল্যবান ‘বঙ্কিমী-গপ্পো’ পরিবেশনের প্রয়োজন ছিল আজকের জন্য যেমন, তেমনি আগামী কালের জন্যও।