বাঁকুড়া জেলার পুরাতত্ত্ব, লোকসাহিত্য ও দর্শনীয় স্থান
- সুমন্ত মণ্ডল
পুরাতত্ত্বের পীঠস্থান বাঁকুড়া জেলা। এখানে রয়েছে বৈচিত্রপূর্ণ লোকসংস্কৃতির বিচিত্র বহর। প্রাগৈতিহাসিক যুগ থেকে অদূর ইতিহাস পর্যন্ত গড়ে ওঠা জীবনশৈলী জন্ম দিয়েছে এক অদ্ভুত সুন্দর স্থাপত্য রীতির। যার ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। এই পুস্তকে রয়েছে সেসবের সংগৃহীত তথ্যরাজীর বিশ্লেষণ।
জন্ম ১৯৭৮। বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাংলায় সম্মানিক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. গবেষণার বিষয় ‘বাঁকুড়া জেলার লোকসংস্কৃতি পরিচয় এবং বাংলা সাহিত্য বিকাশে তার ভূমিকা’। লেখকের অন্যান্য রচনা— ‘বাঁকুড়া জেলার লোকচিকিৎসা’, ‘লোকনৃত্য’, ‘ধর্মীয় লোকশিল্পমালা’, ‘মটগোদার ধর্মরাজের শনিমেলো-আর্য-অনার্য সংস্কৃতির মিলন’, ‘লোকশিল্পে পুখুরিয়া জামবাটি’, ‘দিনেশ দাসের কাস্তে : প্রতিবাদী চেতনার অগ্নিফলক’, ‘মানববন্দনা’, ‘সিধু ও কানুর ডাকে’, ‘উপন্যাসে শোষণ ও অসহায়তা মোচনের সংগ্রাম’, ‘শক্তিপদ রাজগুরুর উপন্যাসে : সমাজ ও বাস্তবতা’ ইত্যাদি অজস্র প্রবন্ধ। বর্তমানে মানভূম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।