বাস থেকে নির্বাস যাত্রার অভিমুখ
- অরিত্রী দে
'নির্বাস' উপন্যাসে আসলে শুরু থেকে শেষ অবধি যা আছে, তা মানুষ। মানুষগুলিকে ছাড়া এ উপন্যাস পড়া আদতে সম্ভবই না, এমনকি কোনো রাজনৈতিক, এতিহাসিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকেও না। যে যাত্রা, গতি এমনকি রাজনীতি প্রসূত হলেও তার মুখে মানুষগুলো কেবল অভিযোজনই করেনি, বরং রীতিমতো তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্তর্গত হয়ে উঠেছে। এ যাত্রা প্রতিটি চরিত্রের নিজস্ব যাত্রা।
জন্ম ৪ঠা মে, ১৯৯৩ নদীয়া জেলার কৃষ্ণনগরে। কল্যাণীতে বিদ্যালয় পাঠ সমাপ্ত করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাতকোত্তর পর্বের শিক্ষা লাভ। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত বাংলা ছোটগল্পে মিথের প্রয়োগ বিষয়ে এম.ফিল. গবেষণাটি সমাপ্ত হয়েছে। নেট, সেট উত্তীর্ণ ।